Admit Card | কলকাতা পুলিশের SI ও Sergeant পদের PET ও PMT অ্যাডমিট কার্ড প্রকাশ! ডাউনলোড করবেন কিভাবে?





Admit Card

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে কলকাতা পুলিশের SI ( Sub-inspector, Sub-inspectress) ও Sergeant পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। আর এবার Physical Measurement Test (PMT) ও Physical Efficiency Test (PET) এর অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করা হলো।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য পরীক্ষার্থীদের প্রথমে (http://wbprbwarder.applythrunet.co.in/GetAdmitPMTPET_KPSILSI.aspx) লিঙ্কে যেতে হবে।
২) এবার প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৩) এরপর স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৪) অ্যাডমিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ

join Telegram

নির্বাচিত প্রার্থীদের Physical Measurement Test ও Physical Efficiency Test এর জন্য ডাকা হবে। আগামী ১৫ই মার্চ থেকে শুরু হবে পরীক্ষা। প্রকাশ হওয়া অ্যাডমিট কার্ডে দেওয়া নির্দেশগুলি অবশ্যই মেনে চলতে হবে প্রার্থীদের। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন প্রার্থীরা।

FB Join








ALSO READ :   কেন্দ্রীয় যন্ত্রাংশ তৈরির কারখানায় কর্মী নিয়োগ! জেনে নিন কীভাবে করবেন আবেদন

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top