কলকাতা পুলিশ পরীক্ষায় ভুল প্রশ্নে পুরো নম্বর! জানালো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড





সম্প্রতি প্রকাশ পেয়েছিল কলকাতা পুলিশের Sub-inspector/ Sub-inspectress (UB) এবং Sergeant পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি‘। সংশ্লিষ্ট অ্যানসার কি প্রকাশ করে ওয়েষ্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। আর এবার জানানো হলো কলকাতা পুলিশের পরীক্ষায় থাকা বেশ কিছু ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন পরীক্ষার্থীরা।

আয়োজিত হওয়া কলকাতা পুলিশের নিয়োগের পরীক্ষায় কয়েকটি প্রশ্নে ভুল পরিলক্ষিত হয়েছে। জানা যাচ্ছে, ৩৮, ৪৫, ৪৮, ৪৯, ৮৪ এই প্রশ্নগুলিতে ভুল রয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশ্নেগুলিতে ভুল থাকার কারণে সকল পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

চাকরির খবরঃ রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, বর্তমানে কলকাতা পুলিশের পরীক্ষার ফলপ্রকাশের জন্য অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা। কিছু দিন আগে প্রকাশিত ফাইনাল অ্যানসার কি সম্বন্ধে কোনোও বক্তব্য থাকলে সেক্ষেত্রে অ্যানসার কি প্রকাশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো নিজেদের বক্তব্য জানিয়েছেন প্রার্থীরা। সূত্রের খবর, সমস্ত দিক বিবেচনা করে অতি শীঘ্রই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট (prb.wb.gov.in) এ অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   রাজ্য স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি ও ডি পদে প্রচুর নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -WB Health Recruitment

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top