SSC: যান্ত্রিক ত্রুটি এড়াতে এবার হাতে কলমে OMR শিট যাচাই করার সিদ্ধান্ত নিল এসএসসি!





SSC

পরীক্ষার ওএমআর শিট (উত্তরপত্র) যাচাইয়ের জন্য মুলত কম্পিউটারের সাহায্য নেওয়া হত। এদিকে দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। আর তাই কেবল যান্ত্রিক নির্ভরশীলতা না রেখে এবার হাতে কলমে পরীক্ষার ওএমআর শিট যাচাইকরণের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন।

রাজ্যের নিয়োগ দুর্নীতি কান্ডে বেশ অস্বস্তিতে এসএসসি। সিবিআই তদন্তে উদ্ধার হয়েছে প্রার্থীদের দুর্নীতিগ্রস্ত ওএমআর শিট। সম্প্রতি গাজিয়াবাদের সার্ভার থেকে উদ্ধার হয় কয়েক হাজার উত্তরপত্র। সংশ্লিষ্ট ওএমআর শিট আদালতে পেশ করা হয়। এরপর আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ওএমআর শিটগুলি যাচাইকরণের জন্য সিবিআই তা স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দেয়। এসএসসি সূত্রে জানা গেছে, ওএমআর শিটগুলি যাচাই করার সময় দেখা যায় কোথাও সুক্ষ ত্রুটির জন্য উত্তরপত্রটি বাতিল করেছে কম্পিউটার তো কোথাও সামান্য ভুলের কারণে সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি।

চাকরির খবরঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

join Telegram

এহেন পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিয়েছে কম্পিউটারের ভরসায় না থেকে হাতে কলমে অর্থাৎ ম্যানুয়ালি ওএমআর শিটগুলি চেক করা হবে। প্রসঙ্গত, এর আগে গ্রুপ ডি এর শূন্যপদে প্রার্থী নিয়োগের ক্ষেত্রেও ম্যানুয়ালি উত্তরপত্র চেকিংয়ের বিষয়ে জানানো হয়েছিল। জানা যাচ্ছে, এক, দুই নম্বরের পার্থক্যের জন্য চাকরি পাওয়ার যোগ্য প্রার্থীরা যাতে বঞ্চিত না হন সেদিকটি নজরে রাখা হবে। অন্যদিকে গ্রুপ ডি এর মতো নবম-দশম শ্রেণীর নিয়োগে প্রায় ৬১৮ টি ওএমআর শিটে কারচুপির কথা স্বীকার করেছে এসএসসি। এখন দুর্নীতিগ্রস্ত সকল ওএমআর শিটগুলি খতিয়ে দেখা হচ্ছে।

ALSO READ :   WBMSCL-র মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাসিক বেতন 40 হাজার টাকা -WB Govt Job

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top