WBSSC Recruitment: রাজ্যে SSC-তে শিক্ষক নিয়োগ কবে? গত ২২ বছরে কত নিয়োগ হয়েছে, দেখুন সেই তালিকা

When is the appointment of teachers in SSC in the state

অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। সুদীর্ঘ সাত বছর পরে রাজ্যে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের SSC অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের বা SSC এর পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে মাত্র দুবার এসএসসিতে নিয়োগ হয়েছে। শেষবারের মত নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। তারপর থেকে নিয়োগ করা হয়নি রাজ্যের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে

তাই বর্তমানে রাজ্যে প্রায় দশ লক্ষেরও বেশী ছাত্র-ছাত্রী B.Ed পাস করে বসে রয়েছে। তবে যে পরিমাণে প্রার্থী চাকরির অপেক্ষায় বসে রয়েছে সেই অনুপাতে শিক্ষক নিয়োগের সংখ্যা খুবই অল্প। তবে আশার কথা এই যে, রাজ্যে আরো বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে, রাজ্য সরকার ধীরে ধীরে সেইসব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই এবার থেকে প্রতিবছরই রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে।

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে অতি শীঘ্রই রাজ্যে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে আগের নিয়োগএ প্রচুর দুর্নীতি এবং অস্বচ্ছতার অভিযোগ থাকায় এই বারের নতুন নিয়োগ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর সরকার। তাই রাজ্য সরকার শিক্ষক নিয়োগের নিয়মে একাধিক পরিবর্তন আনতে চলেছে।

ALSO READ :   রাজ্যে বছরে ২ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা! বিরাট সিদ্ধান্ত ঘোষণা করলেন সংসদ সভাপতি

নতুন নিয়মের মধ্যে একটি হল, ওএমআর (OMR) শিটে পরীক্ষা গ্রহণ করা। লিখিত পরীক্ষার নম্বর নিয়ে কোনও ধরনের জটিলতা এড়াতে অপটিক্যাল মার্ক রিকগনিশন (Optical Mark Recognition) পদ্ধতিতে পরীক্ষা হতে পারে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি, সেই পরীক্ষার উত্তরপত্রের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়িও নিয়ে যেতে পারবেন। 

সরকারের তরফে জানা গিয়েছে, রাজ্যের প্রায় 20,000 শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে যার মধ্যে 14,000 জনকে নিয়োগ করা হবে নবম দশম শ্রেণীর জন্য এবং বাকি 6,000 জন শিক্ষক নিয়োগ করা হবে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য। তবে পরবর্তীতে শূন্যপদের সংখ্যায় কিছুটা কম বেশি হতে পারে। 

নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হতে চললেও ঠিক কবে থেকে নিয়োগ শুরু হবে সেই বিষয়ে কোনও অফিসিয়াল নোটিশ এখনও দেওয়া হয়নিএসএসসি (WBSSC) কোনও অফিসিয়াল নোটিশ দিলেই তা আমরা আপনাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করব।

এখন একনজরে দেখে নেওয়া যাক কোন সালের এসএসসি পরীক্ষা থেকে কতজন শিক্ষক নিয়োগ করা হয়েছে-

  • ২০০১ সালে ১২৬৪১ জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল।
  • ২০০২ সালে এসএসসি নিয়োগ করেছিল ৯৯৮০ কে।
  • ২০০৩ সালে কোনও নিয়োগ হয়নি। 
  • ২০০৪ সালে অবশ্য নিয়োগের সংখ্যা অনেকটাই কমে ৮৬৮৫ জনে দাঁড়িয়েছিল।
  • ২০০৫ সালে ১৪,২৮৭ জনকে নিয়োগ করা হয়।
  • এই সংখ্যাটা আবার একলাফে অনেকটাই বেড়ে যায় ২০০৭ সালে, সেবারে ২০৮৮৭ জনকে নিযুক্ত করা হয়।
  • ২০০৮ সালে ১০,৯৯৫ জন। 
  • ২০০৯ সালে ১২,৯৩১ জনকে নিয়োগ করা হয়। 
  • ২০১০ সালে ১২,৯৩১ জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়।
  • ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার, সেবারে ১১,৭২৩ জনকে নিয়োগ করা হয়। 
  • তারপর ৪ বছর কোনও নিয়োগ হয়নি। আগে যেখানে প্রতি বছর নিয়োগ করা হত এসএসসিতে, সেই প্রক্রিয়ায় ছেদ পড়ে। তারপর তৃণমূলের আমলে দ্বিতীয় এবং শেষ বারের মত শিক্ষক নিয়োগ হয় ২০১৬ সালে১৬,৫২৯ জন চাকরি পান

যদিও এই নিয়োগে চূড়ান্ত দুর্নীতি এবং অস্বচ্ছতার হদিশ পাওয়া গেছে, হয়েছে হাজার জলঘোলা এবং বর্তমানে কেসটি কোর্টে বিচারাধীন। এবার ২০২৩ সালে নতুন করে ফ্রেশ নিয়োগের বন্দোবস্ত করবে বলে কথা দিয়েছে সরকার, কিন্তু আদৌ সেই কথা কতটা বাস্তবরূপ পাবে, তা সময় বলবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 টেলিগ্রাম চ্যানেল: Join Now

এগুলিও পড়ুন 👇👇

💡 সিভিক পুলিশদের নিয়ে বিরাট ঘোষনা মমতা সরকারের

💡 বন্ধের মুখে রাজ্যের ৮২০৭ স্কুল? আপনার জেলায় কয়টি-দেখুন

💡 রাজ্যে মিশন নির্মল বাংলা প্রকল্পের কাজে নিয়োগ

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top