
আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গের WBSSC SLST Syllabus 2023 সম্পর্কে আলোচনা করতে চলেছি। সম্প্রতি রাজ্যে ২০২২ এর টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরই মাঝে স্কুল সার্ভিস কমিশন (WB SSC) এর মাধ্যমে পরিচালিত হাই স্কুলের (IX-X, XI-XII) ক্লাসের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 2023 সালের প্রথম দিকেই এসএলএসটি (SLST) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তাই যারা হাই স্কুলে শিক্ষকতা করতে এবং SSC পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে আজ থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। আর যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে ভালোভাবে জানা বিশেষ জরুরী। যেকারণে আজকে আমরা এসএসসি এসএলএসটি 2023 পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানাবো।
WBSSC SLST Syllabus 2023 in Bengali
এক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেন এই দুই ভাগে SLST সিলেবাস বিভক্ত। দুটি সিলেবাস এর মধ্যে কোন কোন বিষয় রয়েছে সেগুলি আজ আপনি জানতে পারবেন। সেই সঙ্গে সিলেবাসটি চাইলে ডাউনলোডও করে নিতে পারেন।
প্রথমেই আমরা SLST-এর প্রিলিমিনারি সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রিলি পরীক্ষাতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে, কত নম্বরের প্রশ্ন হবে, নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছুই জেনে নিন।
WBSSC SLST Preliminary Syllabus 2023
টেট পরীক্ষার মতোই 150 নম্বরের এসএলএসটি প্রিলি (SLST Preli Exam) পরীক্ষা হবে। তবে টেটে যে সমস্ত বিষয়গুলি থাকে সেগুলি এখানে থাকবে না। এসএলএসটি প্রিলিমিনারিতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে, কোন বিষয় থেকে কত নম্বর থাকবে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটি নিচে থেকে দেখে নিন। সেই সাথে ইংরেজি ভার্সনের প্রিলিমিনারি সিলেবাসের পিডিএফ ফাইল ডাউনলোড করার লিংক আমরা নিচে দিয়েছি।
বিষয় | নম্বর |
(1) পাটিগণিত ও পরমিতি | 70 |
(2) সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স | 40 |
(3) ইংরেজি | 40 |
মোট নম্বর | 150 |
আরো আপডেট: WBSSC গ্রুপ-ডি সিলেবাস
(1) পাটিগণিত ও পরমিতি (Arithmetic and Mensuration)
- Theory of numbers (সংখ্যা তত্ত্ব)
- LCM and HCF (লসাগু এবং গসাগু)
- Average (গড়)
- Ratio and Proportion (অনুপাত এবং সমানুপাত)
- Mixture (মিশ্রণ)
- Partnership (অংশীদারিত্ব)
- Percentage (শতাংশ)
- Profit and Loss (লাভ এবং ক্ষতি)
- Simple Interest (সরল সুদ)
- Time and Work (সময় এবং কার্য)
- Time and distance (সময় এবং দূরত্ব)
- Simplification (সরলীকরণ)
- Square Root (বর্গমূল)
- Problem based on ages (বয়স সম্পর্কিত সমস্যা)
- Area- Triangle, Circle, Quadrilateral (ক্ষেত্রফল- ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ)
- Volume and Surface Area- Cuboid, Sphere, Cylinder, Cone (আয়তন ও পৃষ্ঠের ক্ষেত্রফল- ঘনক্ষেত্র, গোলক, চোঙ, শঙ্কু)
(2) সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স (General Knowledge and Current Affairs)
- Indian History and Culture (ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি)
- Indian Constitution (ভারতীয় সংবিধান)
- Books and Authors (বই এবং লেখক)
- Indian Economy and Planning (ভারতীয় অর্থনীতি এবং পরিকল্পনা)
- Indian Geography (ভারতীয় ভূগোল)
- Literature (সাহিত্য)
- Sports (খেলাধুলা)
- General Science- Biology, Physics, Chemistry, Environment (সাধারণ বিজ্ঞান- জীবন বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা)
- Latest Current Affairs (কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী)
(3) ইংরেজি (English)
- Phrases and Idiomatic Expression
- Rearrangement of Sentence
- Synonyms
- Antonyms
- Appropriate Words
- Fill in the Blanks
- One World Substitution
- Nearest in Meaning
- To correct the Sentence
WBSSC SLST Main Syllabus 2023
প্রিলিমিনারি পরীক্ষার পর মেইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট 200 নম্বরের এই পরীক্ষা নেওয়া হবে। এই মেন পরীক্ষাতে মূলত তিনটি পেপার থাকবে-
বিষয় | নম্বর |
(1) বাংলা (Language-I) | 50 |
(2) ইংরেজি (Language-II) | 50 |
(3) বিষয়ের জ্ঞান (Knowledge of Subject) | 100 |
মোট নম্বর | 200 |
SLST মেন এর অফিশিয়াল সিলেবাস এখনো প্রকাশিত হয়নি। খুব তাড়াতাড়ি SSC নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। বিজ্ঞপ্তি হওয়ার পরেই মেন পরীক্ষার ফাইনাল বিষয় ভিত্তিক সিলেবাস প্রকাশিত হবে। তখন সেটি এখানে আপডেট করা হবে।
বিঃদ্র: বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার অফিসিয়াল সিলেবাস, ডেইলি চাকরি ও কাজের আপডেট, পরীক্ষার প্রশ্নপত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়।
Important Links: 👇👇
🔥 আরো পরীক্ষার সিলেবাস 👇👇
🎯 প্রাইমারি টেট নতুন অফিসিয়াল সিলেবাস 2023
🎯 কোলকাতা পুলিশের পরীক্ষার সিলেবাস
🎯 WBSSC লাইব্রেরিয়ান সিলেবাস ডাউনলোড