SSC | উচ্চ প্রাথমিকের নিয়োগে বিলম্বের কারণ কি? হাইকোর্টে জানাবে স্কুল সার্ভিস কমিশন!





রাজ্যে উচ্চপ্রাথমিকের নিয়োগে জটিলতা অব্যাহত। নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ডেকেছেন চাকরিপ্রার্থীরা। এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে ২০২২ সালের নভেম্বরের মধ্যে উচ্চপ্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করার কথা ছিল। অথচ এর পরেও মেধাতালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি। কিন্তু এহেন বিলম্বের কারণ কি? সম্প্রতি এ বিষয়ে বিবৃতি দিল স্কুল সার্ভিস কমিশন।

সূত্রের খবর, এদিন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথায়, নিয়োগ দুর্নীতির কারণে মেধাতালিকা প্রস্তুতির ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক হয়েছে কমিশন। আর এই সাবধানতার কারণেই বিলম্ব হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগে। এই প্রসঙ্গ তুলে তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশের পরে বেশ কিছুটা সময় লাগলেও শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। খতিয়ে দেখা হচ্ছে সকল প্রার্থীদের প্রাপ্ত নম্বর। জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই আদালতে পেশ হতে চলেছে হলফনামা। সংশ্লিষ্ট হলফনামায় ব্যাখ্যা করা হবে বিলম্বের কারণ। এছাড়া আদালত মেধাতালিকা দেখতে চাইলে তাও পেশ করবে স্কুল সার্ভিস কমিশন।

চাকরির খবরঃ CPRI -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

join Telegram

ALSO READ :   কলকাতা পুলিশে ১২,৩৪১ টি শূন্যপদে নতুন নিয়োগ! অফিসিয়াল আপডেট দেখুন

প্রসঙ্গত, রাজ্যে দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে উচ্চপ্রাথমিকের নিয়োগ। চাকরিপ্রার্থীদের দাবি, নিয়োগ হয়নি প্রায় ৯ বছর। এরইমধ্যে বুধবার নিয়োগের দাবিতে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা ও পুলিশের মধ্যেকার সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেক চত্বর। সূত্রের খবর, ‘চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, অধৈর্য হয়ে পড়ছেন চাকরিপ্রার্থীরা, তবে এবার তাঁদের অপেক্ষার শেষ হবে’।

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top