WB GDS RESULT 2023 | গ্রামীণ ডাক সেবক রেজাল্ট প্রকাশিত হলো

GDS RESULT 2023

WB GDS RESULT 2023: সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশ করা হলো গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগের ফলাফল। দেশের সমস্ত সার্কেলের GDS এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে অংশগ্রহণকারী প্রার্থীরা (https://indiapostgdsonline.gov.in) ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে আসতে পারবেন।

Check WB GDS RESULT 2023

সম্প্রতি দেশের সমস্ত রিজিয়নের গ্রামীণ ডাক সেবক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের এবার ডকুমেন্ট ভেরিফিকেশন পর্বে ডাকা হবে। নির্ধারিত দিনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ উপস্থিত থাকতে হবে প্রার্থীদের। এ বিষয়ে বিস্তারিত জানতে ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

WB GDS RESULT 2023
WB GDS Result 2023 Download

আরও পড়ুনঃ রাজ্য সরকারের চাকরি পরীক্ষার বিনামূল্যে কোচিং

GDS রেজাল্ট দেখবেন কিভাবে?

১) GDS পদের রেজাল্ট চেক করার জন্য প্রার্থীদের প্রথমে (https://indiapostgdsonline.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এবার হোমপেজে ‘Shortlisted Candidates’ এর অন্তর্গত প্রার্থীর নিজস্ব রিজিয়নের GDS এর রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার ফলাফল স্ক্রিনে দেখতে পাবেন প্রার্থীরা।

৪) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে প্রার্থীদের।

চাকরির খবরঃ ১৫ হাজার বেতনে এয়ারপোর্টে কর্মী নিয়োগ চলছে 

WB GDS Result 2023 List download

West Bengal GDS Result 2023 List ডাউনলোড করার জন্য নীচে দেওয়া ‘Click Here’ বাটনে ক্লিক করুন-

Download WB GDS Result 2023 PDF: Click Here

join Telegram

ভারতীর ডাক বিভাগের তরফে গ্রামীণ ডাক সেবক (GDS) পদের রেজিস্ট্রেশন চলে ২০২৩ সালের জানুয়ারির ২৭ তারিখ থেকে ফেব্রুয়ারির ১৬ তারিখ পর্যন্ত। সূত্রের খবর, প্রায় ৪০,৮৮৯ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হবে।

Check GDS Result 2023: Click Here

ALSO READ :   WB Madhyamik Topper 2023 | পরিবারের চোখে আনন্দাশ্রু, মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top