Mission Vatsalay -এর অধীনে রাজ্যে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৩৩ হাজার টাকা





Mission Vatsalay প্রকল্পের অধীনে রাজ্য সরকারের সিসিআই (CCI) দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন পদ্ধতি নিয়ে রইল আজকের এই প্রতিবেদন।

Employment no- 144/DCPU/SW

পদের নাম – Officer-in-Charge
মোট শূন্যপদ – ১টি
শিক্ষাগত যোগ্যতা – সোশ্যাল ওয়ার্ক বিভাগের যেকোনো বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৩৩,১০০ টাকা।
বয়সসীমা – ২৭ বছর থেকে ৪০ বছর।

আরও পড়ুনঃ এপ্রিল মাসের সমস্ত চাকরির খবর 

আবেদন পদ্ধতি – যোগ্য প্রার্থীদের একটি মুখবন্ধ খামে নিজের শিক্ষাগত যোগ্যতা সহ অভিজ্ঞতার কাগজপত্র DCPU (District Child Protection Unit) দপ্তরের ড্রপবক্সে জমা দিতে হবে।

রাজ্যের সিসিআইতে কর্মী নিয়োগ

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – DCPU (District Child Protection Unit), Welfare Section, Office of the District Magistrate, Paschim Medinipur, 721101, W.B.

আবেদনের শেষ তারিখ – ২৪ এপ্রিল, ২০২৩

ALSO READ :   সাউথ-ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ, কলকাতা বিভাগে চাকরির পোস্টিং

Official Notification: Download Now
Official Website: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top