WBCS পরীক্ষার সিলেবাসে বদল! UPSC -র আদলে নতুন সিলেবাস?





WBCS

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস একজ়ামিনেশন (ডব্লুবিসিএস) পরীক্ষার বিষয়ে গৃহীত হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সূত্রের খবর, ডব্লুবিসিএস পরীক্ষার সিলেবাসে এবার বদল আনার পথে রাজ্য। আর এ নিয়ে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

সোমবার একাধিক বিষয়ে আলোচনার জন্য মন্ত্রিসভায় বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের তরফে সংশ্লিষ্ট বিষয়টির অবতারণা করা হয়। জানা যাচ্ছে, ইউপিএসসি সিভিল সার্ভিসের সঙ্গে সামঞ্জস্য রেখে ডব্লুবিসিএস পরীক্ষার সিলেবাসে বদল আনতে চাইছে রাজ্য। সূত্রের খবর, এ নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র মিলেছে।

চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ

FB Join

সাধারণত ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের একাংশ ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদিকে সিলেবাসে বিস্তর পার্থক্য থাকায় সমস্যার সম্মুখীন হন পরীক্ষার্থীরা। তাই সংশ্লিষ্ট দিকটি নিয়ে এবার ভাবনাচিন্তা করছে রাজ্য। পরীক্ষার্থীরা যাতে ইউপিএসসির সিভিল সার্ভিস ও ডব্লুবিসিএস পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে পারেন এবার সে দিকটি চিন্তা করেই সিলেবাসে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

join Telegram



ALSO READ :   রাজ্যের জেলায় গ্রুপ-C ডাটা ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি দেখে নিন | Group C Data Manager Recruitment





Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top