রাজ্য স্বাস্থ্য দপ্তরে মহিলা কর্মী নিয়োগ, কিভাবে করবেন আবেদন দেখে নিন!

স্বাস্থ্য দপ্তরে মহিলা কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রায়শই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত হলো একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য। আসুন জেনে নেওয়া যাক আবেদন করার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কিভাবে করতে হবে আবেদন।

Employment no– DH&FW/COB/1858

পদের নাম– Nutritionist (Female)
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– ফুড এন্ড নিউট্রেশন বিষয়ে বি.এসসি অথবা এম.এসসি ডিগ্রী সহ কম্পিউটারের সাম্যক ধারণা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে স্বচ্ছতার সঙ্গে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।
মাসিক বেতন– ২৫,০০০ টাকা।

আরও পড়ুনঃ ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ

বয়সসীমা– উক্ত পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ০১.০৪.২০২৩ তারিখে ২১ বছর। সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইট (www.wbhealth.gov.in) -এ গিয়ে আবেদন করতে হবে। আপনাদের জন্য এই প্রতিবেদনের নিচেই আবেদন করার লিঙ্ক দেওয়া থাকলো।

আবেদন ফী– উক্ত পদে আবেদন করার সময় সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ১০০/- টাকা এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫০/- আবেদন ফী ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে।

ALSO READ :   রাজ্যের আরো একটি জেলাতে লাইব্রেরিয়ান নিয়োগ, বেতন শুরু 22 হাজার 700 টাকা (Apply Online)

আরও পড়ুনঃ রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি– লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারী প্রার্থীগণের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

নিয়োগ স্থান– Nutrition Rehabilitation Centre, JD Hospital Cooch Behar

আবেদনের শেষ তারিখ– এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে ১০ এপ্রিল ২০২৩ থেকে, আবেদন চলবে ২৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

স্বাস্থ্য দপ্তরে মহিলা কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top