WB Upper Primary Recruitment: আগামী সপ্তাহে জমা পড়তে চলেছে উচ্চপ্রাথমিকের মেধাতালিকা!





WB Upper Primary Recruitment

নিয়োগ দুর্নীতি পরিস্থিতিতে জটিলতা রাজ্য জুড়ে। নিত্যদিন বাতিল হচ্ছে অবৈধদের চাকরি। তবে এর মধ্যেই প্রার্থী নিয়োগের তোড়জোড় শুরু করলো স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সূত্রের খবর, উচ্চ প্রাথমিকের ১৪,৩৩৯টি পদে নিয়োগের জন্য মেধাতালিকা প্রস্তুত করা হয়েছে।

WB Upper Primary Recruitment

উচ্চপ্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে অনেকদিন আগেই। পরবর্তী ধাপে হাইকোর্টে পেশ হবে মেধাতালিকা। আদালতের ছাড়পত্র মিললে নিয়োগ দেওয়া হবে তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের। এর আগে, গত ২৩শে ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চের তরফে উচ্চপ্রাথমিকের নিয়োগের ছাড়পত্র দেওয়ার যে মামলা তার শুনানিতে এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল। তবে বেশ কিছু ছুটি থাকার কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। সূত্রের খবর, গত শুক্রবার মেধাতালিকা প্রসঙ্গে আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। সোমবার সেটি হলফনামা আকারে আদালতে নথিভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার তা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উল্লেখ করা হতে পারে।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন 

ALSO READ :   বাড়িতে বসেই মাসে মাসে আয় করুন প্রচুর টাকা , ঘরের মায়েদের জন্য রইল ব্যবসার সহজ উপায়-New Business Idea

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছেন। একের পর এক প্রতিশ্রুতিতে দিন এগোচ্ছে ঠিকই তবে নিয়োগ পাচ্ছেন না প্রার্থীরা। মঞ্চের নেতা সুশান্ত ঘোষের কথায়, যোগ্য হওয়া সত্ত্বেও দুর্নীতি, মামলা ইত্যাদির কারণে নিয়োগ পিছিয়ে যাচ্ছে চাকরিপ্রার্থীদের। তবে এবার এহেন পরিস্থিতির সুরাহা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে খবর। বিভিন্ন ধাপে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট, যোগ্যতা পুনরায় যাচাই করা হয়েছে। প্রস্তুত নিয়োগ তালিকা আগামী সপ্তাহের মধ্যে আদালতে জমা পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top