TET 2022: নতুন টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কবে হবে? কি জানালো পর্ষদ?





সদ্য প্রকাশ পেয়েছে প্রাইমারি টেট পরীক্ষা ২০২২ এর ফলাফল। এবারের টেটে অংশগ্রহণকারী ৬ লক্ষ ২০ হাজার প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় দেড় লক্ষের কিছু বেশি প্রার্থী। তবে উত্তীর্ণ হলেও স্বস্তি নেই চাকরিপ্রার্থীদের। কারণ তাঁদের নিয়োগ এখনও অনিশ্চয়তায়।

পরীক্ষা শেষের দুই মাসের মাথায় ফলপ্রকাশ করেছে পর্ষদ (WBBPE)। তবে টেট পাশ করলেও নিয়োগ মিলবে কবে? এই একই প্রশ্ন ঘুরেফিরে আসছে বারবার। এর আগে ২০১২, ২০১৪, ও ২০১৭ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ নিয়ে এখনও জটিলতা চলছে। আদালতে বিচারাধীন একাধিক মামলা। আগের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের সাথে যুক্ত হলেন এবারের টেট উত্তীর্ণরা। ফলে তাঁদের নিয়োগ যে সময়সাপেক্ষ তা বোঝাই যাচ্ছে। এর আগের তিন বছর যথা ২০১২, ১৪, ও ১৭ র চাকরিপ্রার্থীদের জন্য বর্তমানে একটি নিয়োগ কর্মসূচি গ্রহণ করেছে পর্ষদ। এই প্রার্থীদের নিয়োগ মিটলে তবেই নতুন শূন্যপদ চাওয়া হবে শিক্ষা দফতরের কাছে। তার পরেই নতুন টেট উত্তীর্ন প্রার্থীদের ইন্টারভিউ আয়োজন করবে পর্ষদ।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন 

অর্থাৎ বোঝাই যাচ্ছে, আগের প্রার্থীদের নিয়োগ দেওয়ার পর নতুন টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হবে। শিক্ষা দফতর শূন্যপদ দিলে সেই জায়গায় ২০২২ টেট উত্তীর্ণরা নিয়োগ পাবেন। এরইমধ্যে বছরে দুবার টেট পরীক্ষার আয়োজনের কথা ভাবছে পর্ষদ। এর ফলে যে প্রতিযোগিতা বাড়বে তা বলাইবাহুল্য। অন্যদিকে আগের টেট পাশদের সাথে বর্তমান টেট পাশ প্রার্থীদের নম্বরের যে বিস্তর ফারাক তা নিয়েও আদালতে দায়ের হয়েছিল মামলা। সে বিষয়ে সমতা রক্ষার্থে কমিটি গঠন করা হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি জটিল হলেও পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ALSO READ :   পড়ুয়াদের তথ্য সংশোধনের ফি বাড়ালো মধ্যশিক্ষা পর্ষদ!

আরও পড়ুনঃ
প্রাইমারি টেট রেজাল্ট চেক করুন
প্রাইমারি টেট ফাইনাল আনসার কি

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top